Bangla valobashar sms[new bangla love sms2021]

 Bangla valobashar sms[new bangla love sms]

Assalamualikum, Apnara j sokol valobasher sms khujcen,Asha kore ta aikhane paben.Amader aikhane sokol porkar love sms,sad sms,romantic love sms husband,good night,sob dhoroner new collection paban...

Bangla love sms


ভালোবাসা তো যায়না টাকা দিয়ে কেনা,  ভালোবাসা তো যায়না হীরা মুক্তা দিয়ে গড়া।  দুটি মনের আকুলতায় যে বন্ধন হয়, তাকেই তো ভালোবাসা কয় ।

তুমি আমার রঙিন স্বপ্ন শিল্পীর রঙে ছবি, তুমি আমার ছাঁদের আলো, সকাল বেলার রবি, তুমি আমার নদীর মাঝে একটি মাত্র কূল, তুমি আমার ভালোবাসার শিউলি বকুল ফুল ।

মানুষ মানুষের জন্য, পাখি আকাশের জন্য, সবুজ প্রকিতির জন্য, পাহাড় ঝর্নার জন্য, ভালোবাসা সবার জন্য, আর তুমি শুধু আমার জন্য ...

আজকের এই দিন গুলো কাল সৃতি হয়ে যাবে, মনের খাতায় কোনো পাতায় লেখা হয়ে রবে। কালকে এই পাতা গুলো একটু উল্টে দেখো, আবছা সব সৃতির মাঝে আমায় খুঁজে পাবে…..

সবুজ বনের ছোট্ট পাখি, অবুঝ তার মন. কেউ জানেনা জগৎ জুড়ে কে তার আপনজন.  আপন মনে ঘুরে বেড়ায়  নীল্ আকাশের বুকে. তাইতো নিজে দুখী হয়েও, সুখী সবার চোখে……

Bangla quotes:

রাতের আকশে তাকালে দেখি লক্ষ তারার মেলা, এক চাঁদকে ঘিরেই যেন তাদের যত খেলা, বন্ধু অনেক পাওয়া যায় বাড়ালেই হাত, আমার কাছে তুই যে বন্ধু ওই আকাশের চাঁদ ।

আমি মেঘের মত চেয়ে থাকি চাঁদের মত হাসি তারার মত জ্বলে থাকি বৃষ্টির মত কাঁদি দূর থেকে বন্ধু শুধু তোমার কথাই ভাবি…

প্রেম মানে হৃদয়ের টান প্রেম মানে একটু অভিমান দুটি পাখির একটি নীড় একটি নদীর দুটি তীর দুটি মনের একটি আশা তার নাম ভালোবাসা...

জীবনে দুটো জিনিস খুবেই কষ্টদায়ক।একটি হচ্ছে, যখন তোমার ভালবাসার মানুষ তোমাকে ভালবাসে কিন্তু সেটা তোমাকে বলে না।আর অপরটি হচ্ছে, যখন তোমার ভালবাসার মানুষ তোমাকে ভালবাসে না এবং সেটা তোমাকে সরাসরি বলে দেয়।।I LOVE U

যে তোমাকে হাজার কষ্টের মাঝে তোমাকে পাশে রাখতে চায় সেটা হলাম আমি।যে নতুন করে সব ভুলে তোমাকে নিয়ে স্বপ্ন দেখে সে হল তোমার ই পাগল।শত বাধার মাঝে তোমার সাথে যে কথা বলার জন্য পাগলামি করে সে ই আমি।

Valobashar koster sms:

পৃথিবীতে সবচেয়ে নরম জিনিস কি জানো ...?? মানুষের মন !! যাকে কোন কঠিন বস্তু দিয়ে আঘাত করতে হয় না ... দুঃখের পরশ পেলে এমনিই ভেঙ্গে টুকরো হয়ে যায় !

কারো মনে আঘাত দিওনা, সুখী হতে পারবে না। ভালোবাসতে না পারো, অভিনয় করো না। মনে রেখো, কারো চোখের পানি, তোমার জীবনে অভিশাপ হয়ে ঝরতে পারে!

'আজও কেন কাদাঁয় তোমার দেয়া স্মৃতিগুলো,ভেংগে দেয় মন অবেলায়, একা পরে থাকে তোমার লেখা চিটি গূলো।  শূণ্যতায় দিন যে হাড়ায়। সে কী জানে ভাংগা মনে কেউ ত বাসেনা খুব গোপনে, কতো যে ফাগূনে শরত্‍ ও বিকেলে ভিজে শ্রাবনে তুমি তো এলে না ফিরে এমনে । তোমায় ছুয়ে, ছুয়ে মেঘের আঁচলটুরে কোথাও নিয়ে যায় ।

ভালবাসা হল এমন একটি জিনিস যা মন এর বিশ্বাসের উপর নির্ভর, কারন বিশ্বাস থেকে তৈরী হয় ভালবাসা, যদি সেই বিশ্বাস একবার ভেঙ্গে যায় তাহলে সেই ভালবাসা পরিণত হয় কষ্টে ...


যত চাই খুশি মন নিয়ে কথা বলতে তত হয়ে যায় খারাপ তোমার একটু ভুলের কারনে।আর সেটাই তো পারি না মনকে বোঝাতে তাই তো আমাদের দু জনকে এত কষ্ট পেতে হয়।


Valobashar sms bangla lekha:

তোমার জন্য আমি আর কাঁদি না। কাঁদলেও চোখের পানি ঝরে না, চোখের পানি ঝরলেও কষ্ট হয়না, কষ্ট  হলেও আমি আর তোমাকে ভালবাসিনা।  ভালবাসলেও তোমাকে  বলবো না, জানি  বললেও তুমি শুনবেনা, শুনলেও তোমার কিছুই আসে যায় না। কারণ আমি আজ নিঃস্ব, বড়ই নিঃস্ব। ?

মিষ্টি হেসে কথা বলে পাগল করে দিলে, তোমায় নিয়ে হারিয়ে যাবো আকাশের নীলে, তোমার জন্য মনে আমার অফুরন্ত আশা, সারা জীবন পেতে চাই তোমার ভালবাসা ।

জানিনা কতটুকু ভালোবাসি তোমায়, শুধু বলবো আমার ভালোবাসার শেষ নেই, তুমি যদি এর সীমানা খুজতে যাও তুমি নিজেই হারিয়ে যাবে আমার ভালোবাসার অতল গভীরে ।

আমার প্রথম দেখা বৃষ্টির জলে, ভাসিয়েছি ভেলা খেলার ছলে, সেই জল গেছে মিশে কোন নদীতে  গেছে হারিয়ে কোন সাগরে.. মাঝিরে ও মাঝিরে, দেখেছো কি তুমি তারে?? নৌকো আমার ছেলেবেলার, রঙিন কাগজের..!

প্রেম মানে হৃদয়ের টান, প্রেম মানে একটু অভিমান ,দুটি পাখির একটি নীড় , একটি নদীর দুটি তির , দুটি মনের একটি আশা তার নাম ভালোবাসা ।


Final word

we hope this sms. plese be with is and get all the sms. which you want to get all our new sms fastes visite my site








Post a Comment

0 Comments