Bangla Love SmS for Husband
Bangla love sms for Husband (True love...)
আর কখনো এমন সুন্দর দেখিনি আমি।
কিন্তু ঠিক তখনি তোমার প্রেমে পড়ে গিয়েছি
যখন দেখেছি তোমার প্রকৃতি তোমার চেহারা
থেকেও আরও বেশি সুন্দর।
Tumi sobceye sundor meye amr jibone
r kokono amon sundor ami dekeni.
kinto tik tokoni tomar preme pore gelamz
okhon deklam Tomar prokriti tomar cehara thekeo aro sundor.
তোমাকে মিস করাটা আমার মনে কষ্ট দেয়
আর আমাকে একা করে তুলে,
তবে আমাকে মনে করিয়ে দেয়_
আমি সবচেয়ে সুদর্শন পুরুষ কে বিবাহ করেছি এবং আমি অনেক ভাগ্যবান।
আমি তোমাকে অনেক ভালোবাসি আর এভাবেই চিরকাল ভালোবাসব।
মানুষ আমাকে জিজ্ঞেস করে
আমি কেনো সবসময় হাসি!
তুমি এবং তোমার ভালোবাসাই আমার প্রতিটা মুহুর্তের হাসার মাধ্যম। তোমার কারণেই আমার বাগানে বসন্তের ফুলে কলি আসে আর ফুল ফুটে।
love you my dear hubby.
Bangla love sms for husband & wife
আমি বৃষ্টি পছন্দ কারণ এটা তোমার আমার ভালোবাসার কথা মনে দেয়,
যখন আমরা দুজন পাগলের মত ছুটে শুরু করেছিলাম
আমাদের ভালোবাসার প্রারম্ভ টা।
আমি চোখ বন্ধ করি
আমি তোমাকে দেখি,,
আমি যখন জেগে থাকি
আমি তোমার সম্পর্কে চিন্তা করি।
যখন তুমি দূরে থাক…
আমি তোমাকে ভীষন মিস করি।
আমার দমবন্ধ হয়ে যায়
যখন তুমি আমার সাথে থাক না।
তুমার সাথে হাটার সময় আমি বীরের মতো অনুভব করি।
আমি তোমাকে ভালোবাসি।
Bangla Love sms
তোমার অসাধারণ ব্যক্তিত্ব,
এবং তোমার বন্ধুত্বপূর্ণ প্রকৃতি আমায়
তোমার প্রতি দুর্বল করে দিয়েছি,
প্লিজ সারাজীবন এভাবেই তোমার পাশে একটু জায়গা দিও লক্ষীটি।
.রাতের আকাশে তাকালে দেখি লক্ষ্য তারার মেলা,এক চাঁদকে ঘিরেই যেন তাদের যত খেলা..বন্ধু অনেক পাওয়া যায় বাড়ালেই হাত,আমার কাছে তুই যে বন্ধু ..ওই আকাশের চাঁদ…..!
Love sms bangla
যে মানুষ হাজার কষ্টের মাঝেও তার প্রিয় মানুষ টিকে মনে রাখে। সে সত্যিকার অর্থে ঐ প্রিয় মানুষ টিকে ভালবাসে। সে তাকে কখনো ভুলতে পারে না।
ভালবেসে এই মন, তোকে চায় সারাক্ষন। আছিস তুই মনের মাঝে, পাশে থাকিস সকাল সাঝেঁ। কি করে তোকে ভুলবে এই মন, তুই যে আমার জীবন।। তোকে অনেক ভালবাসি!!
সূখের জন্য “স্বপ্ন”,দুখের জন্য “হাসি”,দিনের জন্য “আলো”, চাঁদের জন্য “নিশি”, মনের জন্য “আশা”,তোমার জন্য রহিল আমার “ভালোবাসা”..!!
টিপ টিপ বৃষ্টি পরে। একা বসে আছি ঘরে। তুমি আছো কেমন করে।জানাও আমায় এস এম এস করে।তোমার কথা মনে করে। মেসেজ দিলাম সেন্ড করে।
0 Comments
কোন লিংক শেয়ার করা যাবে না
Emoji