বন্ধুত্ব হলো, হাত এবং চোখের মধ্যে সম্পর্কের মতন. যখন হাতে কোনো আঘাত লাগে,Tokhon চোখের অশ্রু ঝরে.
আবার, যখন চোখের অশ্রু ঝরে, Tokhon হাত টা মুছে দেয়।তাকেই ভালবাস যে তোমাকে কষ্ট দেয় তাকে কষ্ট দিও Na যে তোমায় ভালবাসে। হয়ত পৃথিবীর কাছে তুমি কিছুই Na কিন্তু কারো কারো কাছে তুমিই তার পৃথিবী।
পাখির ঠোটে চিঠি দিলাম তুমি খুলে পড়, স্বপ্ন দেখে ভয় পেলে হাতটা চেপে ধর। রাত জাগা পাখির মত জেগে আছি Amai, মনটা আমার জানতে চায় কেমন আছ তুমি...
Bangla love sms for girlfriend:
আমার ভাবনা বলে,I miss you Amar mon bole,I feel you আমার চোখ বলে,I see you আমার হৃদয় বলে,I like you আমার এসএমএস বলে,How Are You...
পৃথিবীর যত সুখ যত ভালোবাসা সবটুকু দিবো Amai তোমায়...আমার একটাই আশা তুমি ভূলে যেও না আমায়। বড় বেশী ভালবাসি তোমায়।
সবুজ বনের ছোট্ট পাখি, অবুঝ তার মন. কেউ জানেনা জগৎ জুড়ে কে তার আপনজন। Apon মনে ঘুরে বেড়ায় নীল্ আকাশের বুকে। তাইতো নিজে দুখী হয়েও, সুখী সবার চোখে………..
romantic bangla love sms:
Amai এখন বড্ড একা মন বলে কিছু কথা, হৃদয়ে আছে গাঁথা, মনের মাঝে লুকিয়ে আছে না বলা অনেক ব্যাথা। যদি সময় থাকে শুনে নিও আমার কিছু কথা.. Amai এখন বড্ড একা...
নরম হাতের মিষ্টি লেখা. বন্ধু Amai বড় একা। চাঁদের গায়ে জোসনা মাখা মনটা আমার ভীষণ ফাঁকা। ফাঁকা মনটা পূরণ কর বন্ধু আমায় Kiss,থুক্কু!Miss কর।
1 Comments
Godd
ReplyDeleteকোন লিংক শেয়ার করা যাবে না
Emoji