Tamak Pata ( তামাক পাতা ) Bangla Song Lyrics | in Bangla Song Tamak Pata

 

Tamak Pata ( তামাক পাতা ) Bangla Song Lyrics...

in Bangla Song Tamak Pata

Tamak pata Bangla song lyrics :

Song Name : Tamak Pata
Artist : Zunayed Evan
Bangla song lyrics



Tamak Pata Bangla song Lyrics

তামাক পাতা লিরিক্স

তুমি তামাক ধরো তামাক ছাড়

আগুন জ্বালিয়ে দাও

আগুন জ্বালালে উড়ে যাবে পাখি মনা

 

আগুন জ্বালালে উড়ে যাবে পাখি

নেশা কেটে গেলে তুমিও কেটে যাবে

জটিল করলে জটিল হবে

সহজ করলে সহজ

 

মাথার ভিতরে গাঁজা ঘুরে

গাঁজার ভিতরে মাথা

গাজার ভিতরে মাথা ঘুরে

তামাক বৃক্ষের পাতা

নষ্ট করে মন

নেশা কেটে গেলে তুমিও কেটে যাবে

নেশা কেটে গেলে তুমিও কেটে যাবে

 

তুমি মাঝে মাঝে আমার কাছে কবিতা চাইতা

তুমি মাঝে মাঝে আমার কাছে কবিতা চাইতা

আমি মনের বিরুদ্ধে কবিতা লিখতাম

আমি মনের বিরুদ্ধে কবিতা লিখতাম

মনের বিরুদ্ধে কি কবিতা লেখা যায় রে?

জটিল করলে জটিল হবে

সহজ করলে সহজ

মাথার ভিতরে গাঁজা ঘুরে

গাঁজার ভিতরে মাথা

গাজার ভিতরে মাথা ঘুরে

তামাক বৃক্ষের পাতা

নষ্ট করে মন

নেশা কেটে গেলে তুমিও কেটে যাবে

নেশা কেটে গেলে তুমিও কেটে যাবে

 

তুমি মাঝে মাঝে আমার কাছে তোমারে চাইতা!

তুমি মাঝে মাঝে আমার কাছে আমারে চাইতা!

আমি মনের বিরুদ্ধে নিজেরে দিতাম রে

আমি মনের বিরুদ্ধে নিজেরে দিতাম রে

মনের বিরুদ্ধে কি নিজেরে দেয়া যায় রে?

 

জটিল করলে জটিল হবে

সহজ করলে সহজ

মাথার ভিতরে গাঁজা ঘুরে

গাঁজার ভিতরে মাথা

গাজার ভিতরে মাথা ঘুরে

তামাক বৃক্ষের পাতা

নষ্ট করে মন

নেশা কেটে গেলে তুমিও কেটে যাবে..


Post a Comment

0 Comments